সোমবার, সেপ্টেম্বর 25, 2023

শেয়ারে ১ টাকা দেবে সিলকো ফার্মা

পুঁজিবাজার রিপোর্টঃ পুঁজিবাজারে ঔষধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড আগের বছরের তুলনায় আয় করেছে। এর সদ্য সমাপ্ত হিসাব বছরের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে এর পরিচালনা পর্ষদ। এর মধ্যে পুরোটাই নগদ। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতি শেয়ারে পাবেন ১ টাকা। গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের হিসাব পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেয়।

অবশ্য এই লভ্যাংশ শুধু সাধারণ বিনিয়োগকারীরাই পাবেন, উদ্যোক্তা-পরিচালকরা এখান থেকে কোনো লভ্যাংশ নেবেন না। কোম্পানিটির মোট ১০ কোটি ৩৮ লক্ষ ৭ হাজার শেয়ারের মধ্যে উদ্যোক্তা/পরিচালকদের হাতে আছে ৪ কোটি ২ লক্ষ ৭৮ হাজার ৩৭০ শেয়ার। সে হিসেবে কোম্পানিটির বাকি শেয়ারধারীদের মোট ৬ কোটি ৩৫ লক্ষ ২৮ হাজার ৬৩০ টাকা ডিভিডেন্ড হিসেবে প্রদান করতে হবে।

কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ডিসেম্বর। অর্থাৎ যারা লভ্যাংশ নিতে চান, তাদেরকে সেদিন শেয়ার ধরে রাখতে হবে। লভ্যাংশ চূড়ান্ত করতে বার্ষিক সাধারণ সভা ডাকা হয়েছে আগামী ১৬ জানুয়ারি। বেলা বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত হিসাব বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন বিনিয়োগকারীরা। তারও আগের বছর ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো কোম্পানিটি।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৮২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮০ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (NOCFPS) দাঁড়ায় ২ টাকা ৪৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৪১ পয়সা।। যা গত বছরের চাইতে ১ টাকা ৭ পয়সা বা ৭৬ শতাংশ বেশি।

এই বছর শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২১ টাকা ৮৫ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ৬৪ পয়সা । সে হিসাবে কোম্পানিটির সম্পদমূল্য শেয়ার প্রতি বেড়েছে শতকরার হিসেবে ১ শতাংশ।

উল্লেখ্য, ঔষধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত সিলকো ফার্মাসিটিক্যালসের মোট শেয়ারের ৩৯ দশমিক ১২ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। শূন্য শতাংশ শেয়ার রয়েছে সরকারের কাছে। এছাড়া ৮ দশমিক ৮৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, শূন্য শতাংশ বিদেশী ও বাকি ৫২ দশমিক ০৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

ডিএসইতে সর্বশেষ কার্যদিবসে সিলকো ফার্মাসিটিক্যালসের লেনদেন শুরু হয় ২৫ টাকা ৫০ পয়সায় এবং সর্বশেষ ৩ দশমিক ৫৩ শতাংশ বা টাকা ৯০ পয়সা বেড়েছে লেনদেন শেষ হয় ২৬ টাকা ৪০ পয়সায়। শেয়ারটির দর ২৬ টাকা ৩০ পয়সা থেকে২৭ টাকার মধ্যে ওঠানামা করে। এই কার্যদিবসে কোম্পানিটির ৯২ হাজার ২৪১টি শেয়ার মোট ৯৪ বার হাতবদল হয়, যার বাজারদর ২৪ লক্ষ ৫০ হাজার টাকা।

spot_img

অন্যান্য সংবাদ