সোমবার, সেপ্টেম্বর 18, 2023

দরপতনের শীর্ষে শ্যামপুর সুগার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। আজ শেয়ারটির দর ৪ টাকা ৬০ পয়সা বা ৪.৩৪ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি সর্বশেষ ১০১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২১৬ বারে ৩৫ হাজার ৭৬০টি শেয়ার লেনদেন করেছে।

নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৩০ পয়সা বা ৬৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৪ টাকা দরে লেনদেন হয়।

ইনটেক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৭০ পয়সা বা ২.৭৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ওয়েস্টার্ণ মেরিন শিপইয়ার্ড, প্রগতি ইন্স্যুরেন্স ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

spot_img

অন্যান্য সংবাদ