শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের ২৬টি প্রতিষ্ঠান ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরে ইউনিটহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এসব ফান্ড ইউনিটহোল্ডারদের মাঝে ১৩৬ কোটি টাকা বিতরণ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, লভ্যাংশ ঘোষণা করা ফান্ডগুলোর মধ্যে ২২টি ফান্ডের মুনাফা বেড়েছে। আর চারটি ফান্ডের লোকসান হয়েছে। লোকসান হলেও চারটি ফান্ড ইউনিটহোল্ডারদের ২৭ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ৭৪১ টাকা বিতরণ করবে। আর মুনাফা হওয়া ২২টি ফান্ড বিতরণ করবে ১২০ কোটি ৬২ লাখ ২৫ হাজার ৫৮৩ টাকা। অর্থাৎ মিউচ্যুয়াল ফান্ড খাতের ২৬টি প্রতিষ্ঠান ইউনিটহোল্ডারদের মাঝে ১৩৬ কোটি ৪৭ লাখ ৬ হাজার ৩৫৪ টাকা বিতরণ করবে।
ফান্ডগুলোর মধ্যে ইউনিটহোল্ডারদের সবচেয়ে বেশি টাকা বিতরণ করবে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড। সমাপ্ত বছরে ফান্ডটির ৮ কোটি ৫৩ লাখ ৭৬ হাজার ১৭৩ টাকা লোকসান স্বত্বেও ইউনিটহোল্ডারদের ৩৮ কোটি ৮০ লাখ ৭৩ হাজার ৫১৪ টাকা বিতরণ করবে। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ কোটি ৬৯ লাখ ৮২ হাজার ৯১২ টাকা বিতরণ করবে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড। সমাপ্ত বছরে ফান্ডটির মুনাফা হয়েছে ৫ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ৩২৫ টাকা। আর তৃতীয় সর্বোচ্চ ১৫ কোটি ১৭ লাখ ৯৩ হাজার ৩৩৭ টাকা ইউনিটহোল্ডারদের মাঝে বিতরণ করবে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। সমাপ্ত বছরে ফান্ডটির লোকসান হয়েছে ৩ কোটি ৩ লাখ ৫৮ হাজার ৬৬৭ টাকা।
আর ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ হিসেবে সবচেয়ে কম অর্থাৎ ৭ লাখ ২৯ হাজার ৪৪৫ টাকা বিতরণ করবে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। সমাপ্ত বছরে এই ফান্ডটির মুনাফা হয়েছে ৬৫ লাখ ৬৫ হাজার ৫ টাকা।