ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ শেয়ারটির দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৬০৮ বারে ১৩ লাখ ৮১ হাজার ৭০৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৫ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৮০ পয়সা বা ৫.৮৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১২৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা জেমিনি সী ফুড লিমিটেডের শেয়ার দর ৩৮ টাকা ৪০ পয়সা বা ৫.৪৬ শতাংশ দর বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যারামিট সিমেন্ট, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আজিজ পাইপস ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।
© 2023 pujibazar.com
Copyright: Any unauthorized use or reproduction of The Pujibazar.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.