মঙ্গলবার, সেপ্টেম্বর 26, 2023

আইনে আছে কর অব্যাহতি, এনবিআর বলছে কাটা হবে কর

দেশের শেয়ারবাজারের সব মিউচুয়াল ফান্ডের মেয়াদি আমানত (এফডিআর) থেকে প্রাপ্ত মুনাফা বা সুদের ওপর উৎসে কর কর্তনের জন্য সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক চিঠির পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এদিকে মিউচুয়াল ফান্ড পরিচালনার সঙ্গে যুক্ত সম্পদ ব্যবস্থাপকদের মধ্যে নির্দেশনাটি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁরা বলছেন, নতুন আয়কর আইনে মিউচুয়াল ফান্ডের সব ধরনের আয়কে করমুক্ত রাখা হয়েছে। কিন্তু এখন এনবিআরের ব্যাখ্যায় উৎসে কর কাটা শুরু হলে তাতে মিউচুয়াল ফান্ডের আয় কমবে এবং এ খাতে বিরূপ প্রভাব পড়বে।

দেশের শেয়ারবাজারের সব মিউচুয়াল ফান্ডের মেয়াদি আমানত (এফডিআর) থেকে প্রাপ্ত মুনাফা বা সুদের ওপর উৎসে কর কর্তনের জন্য সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক চিঠির পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এদিকে মিউচুয়াল ফান্ড পরিচালনার সঙ্গে যুক্ত সম্পদ ব্যবস্থাপকদের মধ্যে নির্দেশনাটি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁরা বলছেন, নতুন আয়কর আইনে মিউচুয়াল ফান্ডের সব ধরনের আয়কে করমুক্ত রাখা হয়েছে। কিন্তু এখন এনবিআরের ব্যাখ্যায় উৎসে কর কাটা শুরু হলে তাতে মিউচুয়াল ফান্ডের আয় কমবে এবং এ খাতে বিরূপ প্রভাব পড়বে।

spot_img

অন্যান্য সংবাদ