মঙ্গলবার, সেপ্টেম্বর 26, 2023

মুনাফার সবটুকুই বিতরণ করবে পপুলার লাইফ

শেয়ারবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরে মুনাফা হওয়া সবটুকুই শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৮০ টাকা। আর কোম্পানিটিতে মোট শেয়ার রয়েছে ৬ কোটি ৪ লাখ ২৮ হাজার ৩৫৮ টাকা। এহিসেবে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ২২ কোটি ৯৬ লাখ ২৭ হাজার ৭৬৯ টাকা।

এদিকে কোম্পানিটি সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের ৩৮ শতাংশ অর্থাৎ শেয়ারেপ্রতি ৩.৮০ টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এহিসেবে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মোট ২২ কোটি ৯৬ লাখ ২৭ হাজার ৭৬০ টাকা নগদ লভ্যাংশ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটি মুনাফার সবটুকুই শেয়ারহোল্ডারদের বিতরণ করবে।

spot_img

অন্যান্য সংবাদ