সোমবার, সেপ্টেম্বর 18, 2023

এমএফএস চালু করতে সাবসিডিয়ারি গঠনের সিদ্ধান্ত

ব্যাংকভিত্তিক এমএফএস মডেল পদ্ধতিতে গ্রাহকদের মোবাইলের মাধ্যমে আর্থিক সেবা (এমএফএস) দিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রাইম ব্যাংক লিমিটেডের পর্ষদ। গত সোমবার অনুষ্ঠিত ব্যাংকের একই পর্ষদ সভা থেকে সম্পদ ব্যবস্থাপনা সেবা ও বিকল্প বিনিয়োগ তহবিল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া এ সভা থেকে ‘‌ডিজি ১০ ব্যাংক পিএলসি’ নামের একটি ডিজিটাল ব্যাংক স্থাপনে বিনিয়োগেরও সিদ্ধান্ত নেয়া হয়। সভায় এসব প্রস্তাবে পর্ষদ সদস্যদের অনুমোদনও নেয়া হয়েছে। এক মূল্যসংবেদনশীল তথ্যে সিদ্ধান্তগুলো জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটি।

তথ্যানুসারে, ব্যাংকটির পর্ষদে এমএফএস পরিচালনার জন্য একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ সাবসিডিয়ারি কোম্পানিটির প্রস্তাবিত ন্যূনতম পরিশোধিত মূলধন হবে ৪৫ কোটি টাকা। এছাড়া ব্যাংকটির পর্ষদে সম্পদ ব্যবস্থাপনা সেবা ও বিকল্প বিনিয়োগ তহবিল প্রতিষ্ঠার জন্য অন্য একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ সাবসিডিয়ারি কোম্পানিটির প্রস্তাবিত ন্যূনতম পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা।

এদিকে একই পর্ষদ সভায় ১০ ব্যাংকের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম বা জোটের সদস্য হয়ে ‘‌ডিজি ১০ ব্যাংক পিএলসি’ নামের একটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ ব্যাংকের মোট পরিশোধিত মূলধন হবে ১২৫ কোটি টাকা। এর মধ্যে সাড়ে ১২ কোটি টাকা বা মোট পরিশোধিত মূলধনের ১০ শতাংশের মালিকানায় থাকবে প্রাইম ব্যাংক। পর্ষদে অনুমোদিত সিদ্ধান্তগুলোয় সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন চাইবে ব্যাংকটি।

চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রাইম ব্যাংকের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২১৮ কোটি ৬১ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৮০ কোটি ১৮ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ৩৮ কোটি ৪৩ লাখ টাকা বা ২১ দশমিক ৩৩ শতাংশ। আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৯ পয়সা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৯৯ কোটি টাকা, আগের হিসাব বছরে এ মুনাফা ছিল ৩২৫ কোটি টাকা।

spot_img

অন্যান্য সংবাদ