বুধবার, সেপ্টেম্বর 27, 2023

দরপতনের শীর্ষে খান ব্রাদার্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ শেয়ারটির দর ২ টাকা ৩০ পয়সা বা ৮.৭৮ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি সর্বশেষ ২৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ১৪৮ বারে ৪১ লাখ ৬ হাজার ৮৪৮টি শেয়ার লেনদেন করেছে।

সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১৭ টাকা ৮০ পয়সা বা ৮.৭১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৮৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

ফু-ওয়াং ফুড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৮.৪৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শ্যামপুর সুগার, মুন্নু অ্যাগ্রো,জেমিনি সী, লিগ্যাসি ফুটওয়্যার, নর্দার্ণ জুট, ইমাম বাটন বঙ্গজ লিমিটেড।

spot_img

অন্যান্য সংবাদ