বৃহস্পতিবার, সেপ্টেম্বর 21, 2023

জমি বিক্রি করবে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

গ্রাহকদের বিমা দাবি পরিশোধ করার লক্ষ্যে ভবনসহ জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ। কোম্পানির রাজধানীর বাংলামোটরের ১১২ কাজী নজরুল ইসলাম এভিনিউতে থাকা ৩৬ দশমিক ১২ ডেসিমল জমি ভাবনসহ বিক্রি করবে। এ বিষয়ে আগেই নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন নিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩০ কোটি ৫২ লাখ টাকা। মোট শেয়ারসংখ্যা ৩ কোটি ৫ লাখ ২০ হাজার ২৩০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৬ দশমিক শূন্য ৮ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩০ দশমিক ৭৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৩ দশমিক ১৫ শতাংশ শেয়ার রয়েছে।

কোম্পানিটি সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আগে সমাপ্ত ২০২০ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। এর আগে ২০১৯ হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় তারা। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

এদিকে গতকাল কোম্পানিটির শেয়ারদর ৩ দশমিক ৫৫ শতাংশ বা ২ টাকা ১০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৫৭ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে এক লাখ ৬০ হাজার ৫৩০ শেয়ার মোট ৩৯১ বার হাতবদল হয়, যার বাজারদর ৯৩ লাখ ৫০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ৫৬ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৬০ টাকায় হাতবদল হয়। গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর ৫১ টাকা ৫০ পয়সা থেকে ৮৯ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে।

সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর শেষে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জীবন বিমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৭১৩ কোটি টাকায়। যেখানে এর আগের বছরের একই সময় কোম্পানিটির জীবন বিমা তহবিলের আকার ছিল ৭২৬ কোটি টাকার। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিমা তহবিল কমেছে প্রায় ১৩ কোটি টাকা।

spot_img

অন্যান্য সংবাদ