মঙ্গলবার, সেপ্টেম্বর 19, 2023

দর বাড়ার শীর্ষে সেন্ট্রাল ফার্মা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে খান সেন্ট্রাল ফার্মা লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৮২ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৭১১ বারে ২০ লাখ ১১৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪১ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফার কেমিক্যাল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা বা ৯.১৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে থাকা এমবি ফার্মাসিটিক্যালসের শেয়ার দর ৩৯ টাকা ৯০ পয়সা বা ৭.৪৮ শতাংশ দর বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক অ্যাক্সেসরিজ, আরডি ফুড, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট, বীচ হ্যাচারি ও খুরনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

spot_img

অন্যান্য সংবাদ