বৃহস্পতিবার, সেপ্টেম্বর 21, 2023

ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে সিটি ব্যাংক

কয়েকটি ব্যাংক ও একটি টেলিযোগাযোগ কোম্পানির সমন্বয়ে ডিজিটাল ব্যাংক স্থাপনের লক্ষ্যে একটি কনসোর্টিয়াম গঠন হতে যাচ্ছে। এ কনসোর্টিয়ামের সদস্য হওয়ার প্রস্তাবে সম্প্রতি সম্মতি জানিয়েছে দ্য সিটি ব্যাংক লিমিটেডের পর্ষদ। এক্ষেত্রে ব্যাংকটি ওই ডিজিটাল ব্যাংক স্থাপনে ২৭ কোটি ৭৮ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে তালিকাভুক্ত ব্যাংকটি।

তথ্য অনুসারে, প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের মোট পরিশোধিত মূলধনের ১১ দশমিক ১২ শতাংশ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দ্য সিটি ব্যাংকের পর্ষদ। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন চাইবে ব্যাংকটি।

সম্প্রতি দেশের প্রচলিত ব্যাংকগুলোর পাশাপাশি গ্রাহকদের আর্থিক সেবা দিতে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডিজিটাল ব্যাংকগুলো কাউন্টারের মাধ্যমে সরাসরি গ্রাহকদের কোনো সেবা দিতে পারবে না এবং কোনো ফিজিক্যাল ইনস্ট্রুমেন্টও ইস্যু করতে পারবে না। এক্ষেত্রে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় আগ্রহীদের আবেদনের প্রসেসিং ফি বাবদ বাংলাদেশ ব্যাংকে ৫ লাখ টাকা জমা দিতে হবে। বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স পাওয়ার পাঁচ বছরের মধ্যে ডিজিটাল ব্যাংকগুলোকে জনসমক্ষে আসতে হবে। কেন্দ্রীয় ব্যাংকটির বিধিমালা অনুসারে, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় আগ্রহী বিনিয়োগকারীদের ন্যূনতম ১২৫ কোটি টাকা পরিশোধিত মূলধন দেখাতে হবে। প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে অর্থাৎ আগ্রহী বিনিয়োগকারীদের মাধ্যমে উত্থাপিত মূলধনের পরিমাণ পরিশোধিত মূলধনের চেয়ে কম হলে এ ব্যাংক প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আর মূলধন আসতে হবে অবশ্যই উদ্যোক্তাদের থেকে। এক্ষেত্রে প্রত্যেক উদ্যোক্তাকে ন্যূনতম ৫০ লাখ টাকার শেয়ার মালিকানা নিতে হবে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৯৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮১ পয়সা। সে হিসাবে বছরের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ১৬ পয়সা বা ৮ দশমিক ৮৪ শতাংশ।

spot_img

অন্যান্য সংবাদ