দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে তিনজনের নাম প্রস্তাব করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
সোমবার (৭ আগস্ট) পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসইর চেয়ারম্যান ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর সভাপতিত্বে সভায় পরিচালকরা উপস্থিত ছিলেন।
সভায় ডিএসইর এনআরসি কমিটির সুপারিশ করা ছয় প্রার্থীর মধ্য থেকে তিনজনের নাম প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। প্রার্থীরা হলেন– বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক এটিএম তারিকুজ্জামান, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিহুর রহমান এবং বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন এম নাসের।
এই তিন জনের নাম মঙ্গলবার (৮ আগস্ট) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠাবে ডিএসই। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কমিশন তিনজনের মধ্য থেকে একজনের নিয়োগ চূড়ান্ত করবে।