বৃহস্পতিবার, সেপ্টেম্বর 21, 2023

আইসিএল আইএনসিটিএল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদি আইসিএল আইএনসিটিএল শরিয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (৭ আগস্ট) বিএসইসির ৮৭৮তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিএল আইএনসিটিএল শরিয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়েছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে পুঁজিবাজার থেকে ২৫ কোটি টাকা উত্তোলন করবে। এর মধ্যে উদ্যোক্তা ‘ইমপ্রেস নিউটেক্স কমপোজিট টেক্সটাইল লিমিটেড’ ২ কোটি ৫০ লাখ টাকা দেবে এবং বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির ব্যবস্থাপক ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড। ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।

spot_img

অন্যান্য সংবাদ