পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি হিসাববছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন, ২০২৩) আগের হিসাববছরের একই সময়ের তুলনায় গ্রস প্রিমিয়াম আয় বেড়েছে। জীবন বিমা কোম্পানিটির চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রাপ্ত তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথমার্ধে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৩৪৬ কোটি ৭৫ লাখ টাকা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ২৩৫ কোটি ৪৩ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির গ্রস প্রিমিয়াম আয় বেড়েছে ৪৭ দশমিক ২৯ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পাটির বিনিয়োগ আয় হয়েছে ৫৩৭ কোটি ৮১ লাখ টাকা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ২৮৯ কোটি ৮৯ লাখ টাকা। সে হিসাবেবছরের ব্যবধানে কোম্পানিটির বিনিয়োগ আয় বেড়েছে ৮৫ দশমিক ৫৪ শতাংশ। চলতি হিসাববছরের প্রথমার্ধে কোম্পানিটির জীবন বিমা তহবিল বেড়েছে ১৫৫ কোটি ৭৮ লাখ টাকা। আগের হিসাববছরের একই সময়ে বেড়েছিল ১০২ কোটি ৯৯ লাখ টাকা। গত ৩০ জুন শেষে কোম্পানির মোট জীবন বিমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৭৫৯ কোটি ৩৪ লাখ টাকা, আগের হিসাববছরের একই সময় শেষে যা ছিল ৪০০ কোটি ২ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির মোট জীবন বিমা তহবিল বেড়েছে ৩৫৯ কোটি ৩২ লাখ টাকা বা ৮৯ দশমিক ৮৩ শতাংশ।
এদিকে সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাববছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। এর আগে ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। বিমা খাতের কোম্পানিটি ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। তাদের ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪৭ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানির মোট ৪ কোটি ৭৫ লাখ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৫৪ দশমিক ৮৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক ৬ দশমিক ২৬ শতাংশ ও বাকি ৩৮ দশমিক ৮৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে। এদিকে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ৪৮ শতাংশ বা ২ টাকা ২০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৯০ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল একই। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ৮৭ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৯১ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়।