দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের কার্যদিবসের মতো গতকালও সূচকের ফের পতন দেখা গেছে। একইসঙ্গে গতকাল আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ০৪ পয়েন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ কমে ছয় হাজার ৩১৫ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ দশমিক ৭০ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৪ শতাংশ কমে ১ হাজার ৩৬৮ দশমিক ২৩ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ৬৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ কমে দুই হাজার ১৪৩ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪১৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৮৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৬৮ কোটি টাকা কমেছে। এদিন ৮ কোটি ৯৩ হাজার ১৪৪টি শেয়ার ১ লাখ ৮ হাজার ২৬২ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৯টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত ছিল ১৬০টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ফু-ওয়াং ফুড লিমিটেড। কোম্পানিটির ১৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ১৪ কোটি ২ লাখ, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ১৩ কোটি ৬৮ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২ কোটি ২৬ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২ কোটি ১৮ লাখ, মেট্রো স্পিনিং লিমিটেডের ১১ কোটি ১৯ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১০ কোটি ২ লাখ, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ কোটি ৮৩ লাখ, সোনালী লাইফ
ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ কোটি ৬৪ লাখ, জেমিনি সি ফুড লিমিটেডের ৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গতকাল ৫ দশমিক ৫২ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা লিবরা ইনফিউশনস লিমিটেডের ৫ দশমিক ১০ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ৫৪ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেডের ৪ দশমিক ৫৫ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ১১ শতাংশ, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ দশমিক ৮২ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ২ দশমিক ৭০ শতাংশ, বাটা শু কোম্পানি লিমিটেডের ১ দশমিক ৯৫ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ১ দশমিক ৯৪ শতাংশ এবং জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক দশমিক ৬৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৪ দশমিক ৫৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে ১১ হাজার ১৫৭ দশমিক ৭৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৪ দশমিক ৬০ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে ১৮ হাজার ৬৬৫ দশমিক ০৯ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত ছিল ৫০টির দর। সিএসইতে গতকাল মোট ৩ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১৮ কোটি ৩১ লাখ টাকার।
এদিকে সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। কোম্পানিটির ২৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২১ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৯ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৭ লাখ, ফু-ওয়াং ফুড লিমিটেডের ১৬ লাখ, জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের ১৪ লাখ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ১০ লাখ, দেশবন্ধু পলিমার লিমিটেডের ৮ লাখ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।