বৃহস্পতিবার, সেপ্টেম্বর 21, 2023

ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন ৯ শতাংশ কমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্র্তিত থাকলেও সূচকের পতন দেখা গেছে, একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ৮ দশমিক ৯৯ শতাংশ কমেছে। তবে গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ২ দশমিক ২৯ শতাংশ। আগের সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৬৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ কমে ছয় হাজার ৩২৯ দশমিক ৮৬ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১ দশমিক ০৩ পয়েন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ কমে এক হাজার ৩৭২ দশমিক ৯৩ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ৭ দশমিক ৩৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৪ শতাংশ কমে দুই হাজার ১৫২ দশমিক ৫২ পয়েন্টে স্থির হয়। মোট ৪০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত ছিল ২১৬ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ১৫টির। দৈনিক গড় লেনদেন হয় ৫৯২ কোটি ৭৭ লাখ ৪০ হাজার টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ৬৫১ কোটি ৩৩ লাখ ৮০ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ৮ দশমিক ৯৯ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৯৬৩ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা, আগের সপ্তাহে যা ছিল ৩ হাজার ২৫৬ কোটি ৬৮ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার কমেছে, যা শতাংশের হিসাবে ৮ দশমিক ৯৯ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে লিবরা ইনফিউশনস লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৫ দশমিক ৯২ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমার লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ২০ শতাংশ। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে মেট্রো স্পিনিং লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১১ দশমিক ৫৯ শতাংশ। সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১১ দশমিক ২৭ শতাংশ। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১১ দশমিক ০১ শতাংশ। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৬১ শতাংশ। নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৪২ শতাংশ। জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ৮৭ শতাংশ। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ৮৪ শতাংশ। রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ৪১ শতাংশ।

অন্যদিকে গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসে ফু-ওয়াং ফুড লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৩ কোটি ৮৫ লাখ ৭৫ হাজার ২৯৫টি শেয়ার ১৪০ কোটি ৯৮ লাখ টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৪ দশমিক ৭৬ শতাংশ। লেনদেনের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে আসে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৫০ লাখ ২৭ হাজার ৯৭৩টি শেয়ার ১০৮ কোটি ৭৭ লাখ ৭০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৩ দশমিক ৬৭ শতাংশ। তালিকায় তৃতীয় শীর্ষ অবস্থানে উঠে আসে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ১ কোটি ২৪ লাখ ৯১ হাজার ৪৬৫টি শেয়ার ১০৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৩ দশমিক ২৮ শতাংশ। এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের গত সপ্তাহে মোট ৭৯ লাখ ১৭ হাজার ৫০৫টি শেয়ার ৯৭ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৩ দশমিক ২৮ শতাংশ। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গত সপ্তাহে মোট ৫২ লাখ ৯১ হাজার ১২টি শেয়ার ৮২ কোটি ৮৩ লাখ ৮০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ২ দশমিক ৭৯ শতাংশ। খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গত সপ্তাহে মোট ২ কোটি ৪২ লাখ ৩৫ হাজার ৯০৫টি শেয়ার ৭৯ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ২ দশমিক ৬৭ শতাংশ। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের গত সপ্তাহে মোট এক কোটি ৫২ লাখ ৫৬ হাজার ৭৮৬টি শেয়ার ৭০ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ২ দশমিক ৩৮ শতাংশ। মেট্রো স্পিনিং লিমিটেডের গত সপ্তাহে মোট এক কোটি ৫২ লাখ ১০ হাজার ৬১৯টি শেয়ার ৬৪ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ২ দশমিক ১৮ শতাংশ। এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গত সপ্তাহে মোট ৪২ লাখ ১৮ হাজার ১৮৮টি শেয়ার ৬১ কোটি ১১ লাখ ১০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ২ দশমিক ০৬ শতাংশ। ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গত সপ্তাহে মোট ৯২ লাখ ৬৪ হাজার ৬২৫টি শেয়ার ৫৯ কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ২ দশমিক ০২ শতাংশ।

spot_img

অন্যান্য সংবাদ