পুঁজিবাজার ডেস্কঃ শেষ দুই ঘণ্টা শেয়ার বিক্রির চাপে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১০ জুলাই) পুঁজিবাজারে দরপতন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৮ পয়েন্ট।
তবে অধিকাংশ কোম্পানির শেয়ার ও সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। গত এক মাসের মধ্যে আজ পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১০৮৪ কোটি টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি টাকা।
ডিএসইর তথ্য মতে, আজ বাজারটিতে ৩৭৬ প্রতিষ্ঠানের মোট ৩৪ কোটি ৫৬ লাখ ১২ হাজার ৩৭৪টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ১ হাজার ৮৪ কোটি ৩ লাখ ৭৭ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৯২১ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।
এর আগে গত ৬ জুন লেনদেন হয়েছিল ১ হাজার ৮৬ কোটি ৮৮ লাখ ৬৯ হাজার টাকা। তার পর আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে ডিএসইতে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৭টির। বিপরীতে কমেছে ১৬০টির, আর অপরিবর্তিত রয়েছে ১৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩ দশমিক ৬১ পয়েন্ট কমে ৬ হাজার ৩২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৩ দশমিক ৬২পয়েন্ট কমে ১ হাজার ৩৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক দুই দশমিক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফুয়াং ফুডের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে অলিম্পিক এক্সেসোরিজের শেয়ার। পরের তালিকায় রয়েছে বিএনও লুব-রেফের শেয়ার।
এছাড়া শীর্ষ ১০-এ ছিল যথাক্রমে, রয়েল টিউলিপ সী পার্ল, জেনারেশন নেক্সট, ফুয়াং সিরামিক, ইয়াকিন পলিমার, অলিস্পিক এক্সসোরিজস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং খান ব্রাদার্স পিপি ওভেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ২৮ দশমিক ১৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৭০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন সিএসইতে ২১৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ৯৯টির ও অপরিবর্তিত রয়েছে ৭৮টির দাম।
দিন শেষে সিএসইতে ২৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৩০২ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৬ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার ৯২১ টাকার।