পুঁজিবাজার ডেস্কঃ অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বাড়তে দেখা গেছে। এ বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে গতকাল ডিএসইর মাধ্যমে জানিয়েছে প্রকৌশল খাতের কোম্পানিটি।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৯ জুনের পর থেকে ডিএসইতে ঊর্ধ্বমুখী রয়েছে কোম্পানিটির শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৯ টাকা ৯০ পয়সা। সর্বশেষ গতকাল লেনদেন শেষে এ দর দাঁড়িয়েছে ১৬ টাকায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ টাকা ১০ পয়সা বা ৬১ দশমিক ৬২ শতাংশ। আলোচ্য সময়ের মধ্যে গতকাল কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি ১ কোটি ২০ লাখ ১৯ হাজার ৬১১টি লেনদেন হয়েছে।