পুঁজিবাজার ডেস্কঃ তিন ব্রোকারেজ হাউজকে ফিক্স সনদ দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রতিষ্ঠান তিনটি হলো- ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, এনবিএল সিকিউরিটিজ লিমিটেড এবং সেবা ক্যাপিটাল লিমিটেড।
মঙ্গলবার (৪ জুলাই) ডিএসইর সভাকক্ষে প্রতিষ্ঠানটির আর্থিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহ, প্রধান রেগুলেটরি কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং সিনিয়র জেনারেল ম্যানেজার ছামিউল ইসলামের উপস্থিতিতে তিনটি প্রতিষ্ঠানকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করা হয়৷
এ সময় উপস্থিত ছিলেন- ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান, এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাহাদাত হোসেন, সেবা ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খাদেমুল ইসলাম আল আজাদ, ভেন্ডর প্রতিনিধি এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের কনসালটেন্ট নিজাম উদ্দিন আহমেদসহ প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিএসইর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগের ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড ১৩ ও ১৪ জুন ২০২৩, এনবিএল সিকিউরিটিজ লিমিটেড ১১ ও ১৫ জুন ২০২৩ এবং সেবা ক্যাপিটাল লিমিটেড ২৪ জানুয়ারি ২০২৩ তারিখ ফিক্স সার্টিফিকেশনের জন্য টেস্ট কেসের কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করে।
ডিএসই’র প্রধান রেগুলেটরি কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ বলেন, উন্নত বিশ্বে পুঁজিবাজারের সার্ভিসগুলো মূলত অ্যাপ ভিত্তিক। আর ওএমএস ছাড়া অ্যাপ চালু করা সম্ভব নয়। তাই অ্যাপের মাধ্যমে নতুন নতুন সার্ভিস যুক্ত করার জন্য নিজস্ব ওএমএস থাকা প্রয়োজন। যে সকল কোম্পানি প্রথমে ওএমএস চালু করতে পারবে, তারা নতুন সার্ভিস প্রদানের মাধ্যমে অধিকতর সুবিধাভোগ করতে পারবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঢাকা স্টক এক্সচেঞ্জের আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক হাসানুল করিম, মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের উপ-মহাব্যবস্থাপক সাইয়িদ মাহমুদ জোবায়ের এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের এর প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান, এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাহাদাত হোসেন এবং সেবা ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খাদেমুল ইসলাম আল আজাদ৷