বৃহস্পতিবার, সেপ্টেম্বর 21, 2023

সীমাতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্কঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (আইসিআইসিএল) সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় দেখিয়েছে। কোম্পানিটির নিরীক্ষক ইসলাম আফতাব অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস আলোচ্য হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের ওপর দেয়া তার মতামতে এ তথ্য জানিয়েছে।

নিরীক্ষকের দেয়া তথ্যানুসারে, ২০১৮ সালে বীমা কোম্পানিগুলোর সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে ব্যবস্থাপনা ব্যয়ের সীমা নির্ধারণ করে এসআরও জারি করে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। কিন্তু আইসিআইসিএল সর্বশেষ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে যে ব্যবস্থাপনা ব্যয় দেখিয়েছে তা কোম্পানিটির জন্য আইডিআরএ নির্ধারিত সীমার চেয়ে ৫ কোটি ১৯ লাখ ২৮ হাজার ৬০৯ টাকা বেশি। প্রতিবেদনে কোম্পানিটি মোট ২১ কোটি ৬১ লাখ ৬ হাজার ২৬৯ টাকা ব্যবস্থাপনা ব্যয় দেখিয়েছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৩ আগস্ট বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জুলাই।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮২ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৭ টাকা ১ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২০ টাকা ৯৬ পয়সা।

এদিকে সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ২৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৪ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ২৬ পয়সায়।

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া শেষে গত বছরের ১৮ ডিসেম্বর ডিএসইতে লেনদেন শুরু করেছে কোম্পানিটি। ওই বছরের ১৫ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৩৮তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ২ কোটি ২ লাখ ৬১ হাজার ১০৬টি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে মোট ২০ কোটি ২৬ লাখ টাকা উত্তোলন করেছে। উত্তোলিত অর্থ ফিক্সড ডিপোজিট, সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে তারা। কোম্পানিটির আইপিও ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও ইসি সিকিউরিটিজ লিমিটেড।

২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৫০ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬০ কোটি ৬৬ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৬ লাখ ৫২ হাজার ৭৬৬। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে ৬০ শতাংশ। বাকি শেয়ারের মধ্যে ৯ দশমিক শূন্য ৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ৩০ দশমিক ৯২ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

  • ট্যাগ
  • top
spot_img

অন্যান্য সংবাদ