পুঁজিবাজার ডেস্কঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাণ এগ্রো লিমিটেড ও রানার অটোমোবাইলস পিএলসির মোট ৫৩০ কোটি টাকা বন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এছাড়া সংস্থাটি ২৫ কোটি টাকার বেমেয়াদি ‘সিডব্লিউটি-কমিউনিটি ব্যাংক শরিয়াহ ফান্ড’-এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে। সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৪৫তম কমিশন সভায় গতকাল এ অনুমোদন দেয়া হয়।
সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাণ এগ্রোর গ্রান্টেড, আনসিকিউরড, ট্রান্সফারেবল, রিডিমেবল অ্যান্ড নন-কনভার্টিবল বন্ড-২ ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিশন। এ বন্ডের কুপন রেট ৮ দশমিক ৮৮ শতাংশ। বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চসম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এ বন্ড ইস্যুর মাধ্যমে বাজার থেকে ২৬২ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটি ইস্যু করে উত্তোলিত অর্থ দিয়ে প্রাণ এগ্রো অফিস ও কারখানা ভবন, যন্ত্রপাতি ও সরঞ্জাম এবং ঋণ পুনঃঅর্থায়ন খাতে ব্যয় করবে। বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) অন্তর্ভুক্ত হওয়ার শর্ত দেয়া হয়েছে।
এছাড়া সভায় রানার অটোমোবাইলসের ২৬৭ কোটি ৫০ লাখ টাকার সাত বছর মেয়াদি আনসিকিউরড, রিডিমেবল, নন-কনভার্টিবেল, গ্রান্টেড ও সাসটেইনেবিলিটি বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিশন। এ বন্ডের কুপন হার ৮ দশমিক ৫০ থেকে ৯ শতাংশের মধ্যে। বহুজাতিক ও দেশীয় বীমা কোম্পানি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, করপোরেটস ও উচ্চসম্পদশালী একক বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে। এ বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ওই কোম্পানির কাস্টমারদের ঋণ সুবিধা, সোলার প্লান্ট নির্মাণ এবং বন্ড ইস্যু-সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে রানার অটোমোবাইলস। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।
এদিকে একই সভা থেকে বেমেয়াদি ‘সিডব্লিউটি-কমিউনিটি ব্যাংক শরিয়াহ ফান্ড’-এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেয়া হয়েছে। এ ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা হিসেবে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২ কোটি ৫০ লাখ টাকা দিয়েছে। বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।