বৃহস্পতিবার, সেপ্টেম্বর 21, 2023

বন্ড ছেড়ে ২৬৩ কোটি টাকা সংগ্রহ করবে প্রাণ এগ্রো

পুঁজিবাজার ডেস্কঃ প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্রাণ এগ্রো লিমিটেডের একটি বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই বন্ডের মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ২৬২ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।

আজ সোমবার (১৯ জুন) অনুষ্ঠিত বিএসইসির ৮৭২তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে একটি মেয়াদী বন্ড। এটি হবে রূপান্তর-অযোগ্য (Convertible) অর্থাৎ এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তর হবে না। এটি একইসঙ্গে Fully Redeemable, অর্থাৎ মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন হবে।

আলোচিত বন্ডটি হবে কুপনযুক্ত। এর কুপন তথা সুদের হার হবে ৮.৮৮%।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও উচ্চ সম্পদধারী ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে এই বন্ড বরাদ্দ করা হবে।

বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানি অফিস ও কারখানা, যন্ত্রপাতি কেনা এবং আংশিক ঋণ পরিশোধে ব্যয় করবে। এই বন্ডের অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে রিভারস্টোন ক্যাপিটাল। আর এর ট্রাস্টির দায়িত্বে আছে গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।

  • ট্যাগ
  • top
spot_img

অন্যান্য সংবাদ