বুধবার, সেপ্টেম্বর 20, 2023

ইসলামী ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০২২ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত বছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ টাকা। আগের বছর কোম্পানিটির ১ টাকা ৮২ পয়সা ইপিএস হয়েছিল। গত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ১ পয়সা। আগামী ২৩ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই।

একইদিনে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারী-মার্চ) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটি প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ২৬ পয়সা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৩৪ পয়সা। এহিসাবে শেয়ার প্রতি মুনাফা কমেছে ৮ পয়সা বা ২৩ দশমিক ৫৩ শতাংশ। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ১৭ টাকা ২৬ পয়সা।

  • ট্যাগ
  • top
spot_img

অন্যান্য সংবাদ