শনিবার, সেপ্টেম্বর 23, 2023

দর বাড়ার শীর্ষে নাভানা ফার্মা

পুঁজিবাজার ডেস্কঃ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে নাভানা ফার্মা লিমিটেড। আজ শেয়ারটির দর ৯ টাকা ৯০ পয়সা বা ৯.১৪ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১১৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৫ হাজার ৭১৪ বারে ৩৬ লাখ ৪৭ হাজার ৫২২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪২ কোটি ২০ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম। আজ কোম্পানিটির দর বেড়েছে ৮.৮ পয়সা বা ৭.০৩ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৩৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার। আজ কোম্পানিটির দর ১ টাকা ৭০ পয়সা বা ৭.০২ শতাংশ বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বঙ্গজ, কে অ্যান্ড কিউ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, জিকিউ বলপেন, সী পার্ল বীচ, স্ট্যাইল ক্রাফট ও মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

  • ট্যাগ
  • top
spot_img

অন্যান্য সংবাদ