পুঁজিবাজার ডেস্কঃ সপ্তাহের শেষ কর্মদিবসে বিনিয়োগকারীদের হতাশা কাটিয়ে, ইতিবাচক একটি বাজারের আশা দেখিয়ে মূল্য সূচকের উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বৃহস্পতিবা্রের লেনদেন। গতদিনের তুলনায় সূচক বাড়লেও টাকার অংকে কমেছে লেনদেনের পরিমান। টানা দুইদিন ইতিবাচক বাজার দেখায় বিনিয়োগকারীদের আশা আগামী সপ্তাহের প্রথম দিনেও তারা এমন ইতিবাচক বাজারই দেখবেন।
আজ বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৩৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন থেকে ৭৩ কোটি ৩৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ১০৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩২৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৮ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির।
ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৪৪ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ১৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।