শুক্রবার, জুন 2, 2023

গতি ফিরলো পুঁজিবাজারে

পুঁজিবাজার ডেস্কঃ মূল্য সূচকের উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মঙ্গলবারের লেনদেন। ডিএসইতে আজ বেড়েছে টাকার অংকে লেনদেনও। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে গতি ফিরেছে পুঁজিবাজারে। এদিন লেনদেন ছাড়িয়েছে ৯০০ কোটি টাকার ঘর।

ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৯২০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২১২ কোটি ৯০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৭০৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৫ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৬০ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ১৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

spot_img

অন্যান্য সংবাদ