পুঁজিবাজার ডেস্কঃ আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৬ টাকা ৮০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩ হাজার ৫৪ বারে ২১ লাখ ৪৫ হাজার ৯৪০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ৭৪ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৪ টাকা ৪০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৫৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৬০ পয়সা বা ৯.৯২ শতাংশ।
এছাড়াও তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইসলামী কমার্সিয়াল ইন্স্যুরেন্সের ৯.৯০ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৯.৬২ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৫৮ শতাংশ, ফার কেমিক্যালের ৯.৪৩ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৭.৯২ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৭.৭৩ শতাংশ এবং গ্লোবাল ইন্স্যুরেন্সের ৭.৬৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।