শুক্রবার, জুন 2, 2023

দরপতনের শীর্ষে ন্যাশনাল টি

পুঁজিবাজার ডেস্কঃ আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫৯ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ বারে ৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জিবিবি পাওয়ার। যার শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৭০ বারে ৮ লাখ ৭৫ হাজার ৮৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৬ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স। যার শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ২০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯২৮ বারে ১৬ লাখ ৬৬ হাজার ২৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২৭ লাখ টাকা।

এছাড়াও তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- বাংলাদেশ ওয়েলডিংয়ের ২.১৫, এমজেএল বাংলাদেশ পিএলসির ২.০৩ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ১.৯৭ শতাংশ, এক্সিম ব্যাংকের ১.৮৮ শতাংশ, সোনালী আঁশের ১.৮৩ শতাংশ, শামপুর সুগার মিলসের ১.৭৯ শতাংশ এবং ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ১.৭২ শতাংশ শেয়ারদর কমেছে।

  • ট্যাগ
  • top
spot_img

অন্যান্য সংবাদ