শুক্রবার, জুন 2, 2023

আগ্রহের শীর্ষে মনোস্পুল পেপার

পুঁজিবাজার ডেস্কঃ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৪টির বা ২৫.৭৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মনোস্পুল পেপারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবসে মনোস্পুল পেপারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯২.৯০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩৭.১০ টাকা বা ১৯.২৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মনোস্পুল পেপার ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের ৭.৭৬ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৭.৪১ শতাংশ, আইডিএলসির ৭.১৫ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ৬.৮১ শতাংশ, বিবিএসের ৬.৫৭ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৬.৫৩ শতাংশ, কেয়া কসমেটিকসের ৫.৮৮ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ৫.৫৭ শতাংশ এবং আমান ফিডের শেয়ার দর ৪.৯৫ শতাংশ বেড়েছে।

spot_img

অন্যান্য সংবাদ