শুক্রবার, জুন 2, 2023

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৬.৬৭ শতাংশ

পুঁজিবাজার ডেস্কঃ পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২২) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৬.৬৭ শতাংশ শতাংশ।

সোমবার (২৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক বা ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৭৫ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.০৫ টাকা বা ৬.৬৭ শতাংশ বেড়েছে।

এদিকে, কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৪২ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ০.০৩ টাকা বা ৭.১৪ শতাংশ বেড়েছে।

২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৪৬ টাকায়।

spot_img

অন্যান্য সংবাদ