পুঁজিবাজার ডেস্কঃ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক মেহেদী হাসান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৯ মে) রাজধানীর পান্থপথে নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ কর্মকর্তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএসইসি।
সোমবার (৩০ মে) বিএসইসি থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
এক শোকবার্তায় বিএসইসি জানায়, অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে; বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান রোববার ইন্তেকাল করেছেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এদিকে, সোমবার সকালে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। ওসি উৎপল বড়ুয়া বলেন, রোববার রাতে পান্থপথের তিনতলার বাসা থেকে মেহেদীর লাশ উদ্ধার করা হয়। তিনি ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মেহেদীর বাড়ি ফরিদপুরে ভাঙ্গা উপজেলায়। পান্থপথের বাসায় গত আড়াই মাস হলো তিনি ভাড়ায় উঠেন। এখানে ব্যাচেলরের মতো একাই থাকতেন তিনি। মারা যাওয়ার আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন। সেখানে লেখা আছে, ঘুম কম হওয়ার কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
মেহেদী হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের ফাইন্যান্স বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে। তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।