শনিবার, সেপ্টেম্বর 23, 2023

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ন্যাশনাল ব্যাংক

পুঁজিবাজার ডেস্কঃ মূলধন শক্তিশালী করতে ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ১৯৮৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। রোববার (২৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, পর্ষদের সিদ্ধান্ত অনুসারে ন্যাশনাল ব্যাংক ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। ব্যাংকটি মূলধন শক্তিশালী করতে ব্যাসেল-৩ এর অধীনে বন্ড ইস্যু করবে।

এ লক্ষ্যে প্রথমে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করবে। এরপর বিএসইসির অনুমোদন পেলেই ব্যাংকটি বন্ড ইস্যু করে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করতে পারবে।

ব্যাংকটি চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ১২ পয়সা। তাতে গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ০৪ পয়সা।

বর্তমানে কোম্পানিটির ৩২১ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৫৭১টি শেয়ার রয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) শেয়ারটির সর্বশেষ লেনদেন হয়েছে ৭ টাকা ৩০ পয়সাতে। কোম্পানটির ৮৪১কোটি ৯১ লাখ ৪ হাজার টাকা ব্যাংক ঋণ রয়েছে।

  • ট্যাগ
  • NBL
spot_img

অন্যান্য সংবাদ