শুক্রবার, সেপ্টেম্বর 22, 2023

দর পতনের শীর্ষে ইমাম বাটন

পুঁজিবাজার ডেস্কঃ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইমাম বাটন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৭৭ বারে ১ লাখ ৮৪ হাজার ৬৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৮ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে সাভার রিফ্রাক্টরিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৩ বারে ৩ হাজার ৪১৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা জেএমআই হসপিটালের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০ হাজার ১২৬ বারে ৩৯ লাখ ৭৮ হাজার ৬৫৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৬ কোটি ৮০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মনোস্পুল পেপারের ৪.৭৬ শতাংশ, পেনিনসুলার ৪.৭৪ শতাংশ, ন্যাশনাল পলিমারের ৪.৩৮ শতাংশ, দুলামিয়া কটনের ৪.৩৪ শতাংশ, সোনালী পেপারের ৪.২৩ শতাংশ, এডিএন টেলিকমের ৪.১৯ শতাংশ এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার দর ৪.১২ শতাংশ কমেছে।

spot_img

অন্যান্য সংবাদ