উদ্ভাবনী সেবা দিয়ে মোনার্ক মার্ট ও মোনার্ক হোল্ডিংস দেশ সেরা প্রতিষ্ঠান হতে চায় বলে মন্তব্য করেছেন মোনার্ক মার্ট লিমিটেড ও মোনার্ক হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আলমগীর হোসেন।
রবিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে মোনার্ক মার্ট লিমিটেড ও মোনার্ক হোল্ডিংস লিমিটেডের ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
আলমগীর হোসেন বলেন, মোনার্ক মার্ট ও মোনার্ক হোল্ডিংস একঝাঁক তরুণ নিয়ে কাজ করে যাচ্ছে। দেশের সেবায় প্রতিষ্ঠানটি ভূমিকা রেখে সব সময় মানুষের জন্য কাজ করে যাবে। নিরলসভাবে কাজের মাধ্যমে মোনার্ক মার্ট লিমিটেড ও মোনার্ক হোল্ডিংস লিমিটেড দেশের সেরা প্রতিষ্ঠান হয়ে নেতৃত্ব দিতে চায়। কিছু স্বপ্নবাজ মানুষের কাজ আর প্রচেষ্টার ফসলে এটি দ্রুতই বাস্তবতায় রুপ নিবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মোনার্ক মার্ট ও মোনার্ক হোল্ডিংস লিমিটেডের ভাইস চেয়ারম্যান ড. জাবেদ এ মতিন, মোনার্ক হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী পরিচালক (সিইও) মো. আলমগীর হোসেন, মোনার্ক মার্টের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. জাহেদ কামাল, মোনার্ক হোল্ডিংস লিমিটেডের হেড অব বিজনেস মিয়া মো. আব্দুল্লাহ ও মোনার্ক মার্টের হেড অব বিজনেস তানবীর ইসলামসহ আরও অনেকে।
বিজ্ঞপ্তি