শুক্রবার, সেপ্টেম্বর 22, 2023

বোনাস লভ্যাংশ বাতিল এসএস স্টিলেরঃ ক্যাটাগরিতে অবনমন

পুঁজিবাজার ডেস্কঃ এসএস স্টীল লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশের প্রস্তাব বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ কারনে প্রকৌশল খাতে লেনদেন করা কোম্পানিটির ক্যাটাগরিও পরিবর্তন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশর পাশাপাশি সব শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। বোনাস লভ্যাংশ বিতরণে সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমতি নেওয়ার পর বিএসইসির কাছে অনুমতির জন্য আবেদন করে। কিন্তু বিএসইসি কোম্পানিটির ৮ শতাংশ বোনাস লভ্যাংশ বিতরণের আবেদন বাতিল করে দেয়।

৮ শতাংশ বোনাস লভ্যাংশ বাতিল হওয়ায় কোম্পানির শেয়ারহোল্ডাররা শুধু মাত্র ২ শতাংশ নগদ লভ্যাংশ পাবে। যে কারণে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে নামিয়ে ‘বি’ ক্যাটাগরিতে অবনত করা হয়েছে। আগামীকাল ৬ এপ্রিল থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

spot_img

অন্যান্য সংবাদ