শুক্রবার, জুন 2, 2023

রমজানে লেনদেন ২টা পর্যন্ত

পুঁজিবাজার রিপোর্টঃ পবিত্র রমজান মাস উপলক্ষে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হবে সকাল ১০টা থেকে। বিরতিহীনভাবে চলবে বেলা দুইটা পর্যন্ত। ব্যাংকের লেনদেন সময়ের সাথে মিল রেখে আসন্ন রমজানে পুঁজিবাজারে লেনদেনের এ নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল কার্যক্রম চলবে।

গতকাল বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সংক্রান্ত নির্দেশনা দুই স্টক এক্সচেঞ্জ ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে পাঠিয়েছে।

বিএসইসির সহকারী পরিচালক রায়হান কবিরের সই করা নির্দেশনায় বলা হয়, রমজান মাসে সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত লেনদেন হবে। তবে দুই স্টক এক্সচেঞ্জের অফিস খোলা থাকবে সরকারি নির্দেশনা অনুযায়ী। রমজানে পর লেনদেন আগের নিয়মেই চলবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, সরকার রমজান মাসে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করে দিয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। বাংলাদেশ ব্যাংক ওই আদেশের আলোকে বুধবার এক নির্দেশনায় রোজায় ব্যাংকে লেনদেনের সময় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে।

spot_img

অন্যান্য সংবাদ