পুঁজিবাজার ডেস্কঃ সমাপ্ত হিসাব বছরের জন্য অনুমোদিত ২৮ শতাংশ স্টক লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে জমা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে সমাপ্ত হিসাব বছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর) শাহজিবাজার শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ৩২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ২ পয়সা।। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়ায় ২ টাকা ৭৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৬ টাকা ৫৩ পয়সা।। প্রান্তিক শেষে কোম্পানিটির দাঁড়ায় ৪১ টাকা ৩৬ পয়সা। গত হিসেব বছর শেষে যা ছিল ৩৮ টাকা ৫ পয়সা।
আজকের লেনদেন
ডিএসইতে সর্বশেষ কার্যদিবসে শাহজিবাজার লেনদেন শুরু হয় ৮৪ টাকা ২০ পয়সায় এবং সর্বশেষ দশমিক ১২ শতাংশ বা টাকা ১০ পয়সা বেড়ে লেনদেন শেষ হয় ৮৪ টাকা ৩০ পয়সায়। শেয়ারটির দর দিনভর ৮৪ টাকা থেকে ৮৫ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে। এই কার্যদিবসে কোম্পানিটির ৭৪ হাজার ৮৪৫টি শেয়ার মোট ৩১৬ বার হাতবদল হয়, যার বাজারদর ৬৩ লক্ষ ১০ হাজার টাকা।
কোম্পানি প্রোফাইল
জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত শাহজিবাজার মোট শেয়ারের ৬০ দশমিক ২৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। শূন্য শতাংশ শেয়ার রয়েছে সরকারের কাছে। এছাড়া ১৬ দশমিক ২৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, শূন্য শতাংশ বিদেশী ও বাকি শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।