সোমবার, সেপ্টেম্বর 25, 2023

খাদ্য প্রকৌশল ও বিমার হাত ধরে সপ্তাহের শুরুতেই সুচকের মাঝারি উত্থানঃ বেড়েছে লেনদেনও

পুঁজিবাজার রিপোর্টঃ খাদ্য প্রকৌশল ও বিমা খাত মিলে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে সুচকের একটি মাঝারি ধরনের উত্থান হয়েছে।যার পরিমান ডিএসইর ব্রড ইন্ডেক্সে ৪০ পয়েন্টের বেশি।আর লেনদেনও আগের দিনের চেয়ে প্রায় ৭৫ কোটি টাকা বেশি।অনেকেরই ধারনা ছিল এই সপ্তাহটা শুরু হবে ব্যাংকের উত্থান দিয়ে।যে খাতটি ডিসেম্বর ক্লোজিং হওয়ায় ডিভিডেন্ড ঘোষণা আসন্ন।কিন্তু বিমা বাড়ায়ও তারা খুশি হয়েছে কারন আজ বিমা বাড়লেও কাল ব্যাংক বাড়বে এমনটাই বিশ্বাস তাদের।তারপরও সার্বিক বিবেচনায় চলতি ফেব্রুয়ারি এবং মার্চ মাস বাজার ভালো যাবে এমনটাই প্রত্যাশা বাজার সংশ্লিষ্টদের।

এদিকে আজকের বাজার বিশ্লেষনে দেখা যাচ্ছে, আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪০.৭৭ পয়েন্ট বা ০.৫৮ শতাংশ বেড়ে সাত হাজার ৬৪.২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ৯.৭৫ পয়েন্ট বা ০.০৬৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৯.১৯ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫১৩.৯৯ পয়েন্টে এবং দুই হাজার ৬১১.৫৪ পয়েন্টে।

ডিএসইতে আজ এক হাজার ৩৩৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭৩ কোটি ৮২ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২৬১ কোটি ২৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৫টির বা ৪০.৭৯ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৭৭টির বা ৪৬.৫৮ শতাংশের এবং ৪৮টি বা ১২.৬৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

 

spot_img

অন্যান্য সংবাদ