পুঁজিবাজার রিপোর্টঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’র চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ার প্রতি আয় বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য জানা যায়।
দ্বিতীয় প্রান্তিকে
সর্বশেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল টাকা ২০ পয়সা। এ হিসাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ২ পয়সা বা ১০ শতাংশ।
প্রথম ছয় মাসে
সেই হিসেবে চলতি হিসাব বছরের প্রথম ছয় (জুলাই-ডিসেম্বর) মাসে কোম্পানিটির কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল টাকা ৫৪ পয়সা। এ হিসাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ৪ পয়সা বা ৭ শতাংশ।
এই প্রান্তিক শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ১৪ পয়সা, যা আগের হিসাব বছরের শেষ দিন ছিল ১৬ টাকা ১০ পয়সা। সে হিসাবে কোম্পানিটির সম্পদমূল্য শেয়ার প্রতি পার্থক্য ১ টাকা ৪ পয়সা, যা শতকরার হিসেবে ৬ শতাংশ।
আজকের লেনদেন
ডিএসইতে সর্বশেষ কার্যদিবসে সিলভা ফার্মাসিউটিক্যালসের লেনদেন শুরু হয় ১৮ টাকা ৯০ পয়সায় এবং সর্বশেষ ১ দশমিক ৫৯ শতাংশ বা টাকা ৩০ পয়সা বেড়ে লেনদেন শেষ হয় ১৯ টাকা ২০ পয়সায়। শেয়ারটির দর ১৯ টাকা থেকে ১৯ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করে। এই কার্যদিবসে কোম্পানিটির ১ লক্ষ ৯৮ হাজার ৮৭টি শেয়ার মোট ১৫৫ বার হাতবদল হয়, যার বাজারদর ৩ টাকা ৭৮ পয়সা।
শেয়ার ধারণ
পুঁজিবাজারে ঔষধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানিটির ৫২ দশমিক ৩৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। শূন্য শতাংশ শেয়ার রয়েছে সরকারের কাছে। এছাড়া ১২ দশমিক ৫০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ০১ শতাংশ বিদেশী ও বাকি ৩৫ দশমিক ১০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।