ক্ষুদ্র বিনিয়োগকারী ও পুঁজিবাজার সংশ্লিষ্ট সব মহলের প্রত্যাশা পূরণ করে পুঁজিবাজার ডটকম তার অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। পুঁজিবাজার ডটকম বাংলাদেশের পুঁজিবাজার বিষয়ক একমাত্র সম্পূর্ণ ২৪ ঘন্টার অনলাইন দৈনিক পত্রিকা। এ দেশের লাখ লাখ বিনিয়োগকারীর পুঁজিবাজারে অর্থলগ্নীতে এ পত্রিকাটি সদা সতর্ক প্রহরীর মতো পাশে থাকার অঙ্গীকারাবদ্ধ। দেশের এবং বিদেশের সর্বত্র বাংলাদেশের পুঁজিবাজার সম্প্রসারণে এবং পুঁজির বিকাশ সাধনে পত্রিকাটি ২৪ ঘন্টা তাৎক্ষনিক তথ্য সরবারহ করে বিনিয়োগকারীদের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে বাজারে এসেছে। জটিল এ বাজার সম্পর্কিত খুঁটিনাটি বিষয় আমরা সহজবোধ্য ও সরলভাবে বিনিয়োগকরীদের কাছে পৌছাতে সক্ষম হচ্ছি বলে ইতিমধ্যে সবমহলে ধারণা জন্মেছে। এ ধারনাকে আরো ফলপ্রসু ও বেগবান করতে আমাদের চলার পথে সহযোগিতা প্রয়োজন। আমরা চাই, দেশ-বিদেশের অগণিত বিনিয়োগকারীর সম্পর্ক সৃষ্টির মাধ্যম হিসেবে পুঁজিবাজার ডটকম গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করুক।
© 2023 pujibazar.com
Copyright: Any unauthorized use or reproduction of The Pujibazar.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.