পুঁজিবাজার রিপোর্টঃ সাংবাদিক জামাল খাশোগি হত্যায় জড়িত পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরবের একটি আদালত। গত বছর ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে হত্যা করা হয় খাশোগিকে। সৌদি আরবের সরকারি কৌঁসূলি এ তথ্য জানিয়েছেন।
গত বছর ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি দূতাবাসের ভেতর একদল সৌদি এজেন্টের হাতে নিহত হন খাশোগি। সৌদি সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন তিনি। যদিও এক সময় সৌদি রাজ পরিবারের ঘনিষ্ঠ খাশোগি দেশটির সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্বও পালন করেছেন।
সাংবাদিক হিসেবেও বেশ সুপরিচিতি ছিলেন ৫৯ বছর বয়সী খাশোগি। আফগানিস্তানে সোভিয়েত আক্রমণ ও আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের উত্থানসহ বহু গুরুত্বপূর্ণ খবর প্রকাশে জড়িত ছিলেন তিনি। রাজ পরিবারের সমালোচনা করায় ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে আত্মনির্বাসনে যান খাশোগি। সেখান থেকে ওয়াশিংটন পোস্টে নিয়মিত কলাম লিখেতেন। যেখানে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নীতির সমালোচনা করে আসছিলেন তিনি।
গত বছরের ২ অক্টোবর প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করতে দূতাবাসে প্রবেশ করার পর নিখোঁজ হন খাশোগি। সে সময় বাইরে থাকা তার বাগদত্তা সর্বপ্রথম তার নিখোঁজের খবর প্রকাশ করেন। পরে তুরস্ক সরকার খাশোগিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলে।
পরবর্তীতে খাশোগিকে হত্যার জন্য সৌদি আরব থেকে ১৫ জনের একটি হিট স্কোয়াড পাঠানোর খবর প্রকাশ করে নিউইয়র্ক টাইমস। জাতিসংঘ জামাল খাশোগির হত্যাকে বিচারবহির্ভূত হত্যাকান্ড হিসেবে চিহ্নিত করে।
জামাল খাশোগি হত্যার ঘটনায় পুরো বিশ্বে নিন্দার ঝড় উঠে। যুবরাজ মোহাম্মাদ বন সালমান এ হত্যার নির্দেশ দিয়েছেন এমন অভিযোগও উঠে। বিভিন্ন দেশের সরকার প্রধান থেকে শুরু করে সাধারণ জনতা তীব্র ক্ষোভ প্রকাশ করে। সৌদি সরকারের বিরুদ্ধ মতবাদীদের দমন নিয়ে একের পর এক তথ্য প্রকাশ পেতে শুরু করে। তবে শুরু থেকেই খাশোগির নিখোঁজ ও হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করে এসেছে সৌদি আরব। এমনকি হত্যাকান্ডে জড়িতদের ছবি ও ফুটেজ প্রকাশ পাওয়ার পরও বিষয়টিতে জড়িত নয় বলে জোর দাবি করেছে সৌদি সরকার। উল্লেখ্য, ছবি ও ফুটেজে সৌদি সরকারের গোয়েন্দা বিভাগসহ বেশ কিছু উচ্চ পদস্থ কর্মকর্তাকে দেখা যায়।
সৌদি আদালতের রায় জানিয়ে সরকারি কৌঁসূলি বলেন, খাশোগিকে হত্যার ঘটনাটি একটি ‘স্বেচ্ছাচারী অভিযানে’র ফল। এ ঘটনায় জড়িত অজ্ঞাত ১১ ব্যক্তিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।
এদিকে চলতি বছরের অক্টোবরে মোহাম্মাদ বিন সালমান ‘সৌদি নেতা’ হিসেবে খাশোগি হত্যার পূর্ণ দায় নেয়ার কথা জানিয়েছিলেন।
সূত্র: বিবিসি