পুঁজিবাজার রিপোর্ট: শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
কোম্পানি সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
কোম্পানির ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ সেপে্টম্বর সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর।