পুঁজিবাজার রিপোর্ট: দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন ১৯) অনিরিক্ষীত প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির নিট লোকসান হয়েছে ২ কোটি ৩৯ লাখ ৭২ হাজার টাকা।
কোম্পানি সূত্রে জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির কর পরিশোধের পর সম্মিলিতভাবে নিট লোকসান হয়েছে ২ কোটি ৩৯ লাখ ৭২ হাজার টাকা এবং শেয়ারপ্রতি লোকসান ২ পয়সা। এর আগের বছর একই সময়ে নিট মুনাফা হয়েছিল ২ কোটি ৩৪ লাখ ৭৯ হাজার টাকা এবং শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিল ৩ পয়সা।
এদিকে চলতি বছরের দুই প্রান্তিক মিলিয়ে অর্থাৎ অর্ধবার্ষিকে ব্যাংকটির সম্মিলিতভাবে নিট মুনাফা হয়েছে ৮ কোটি ২২ লাখ ৭২ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ৯ পয়সা। এর আগের বছর একই সময়ে সম্মিলিতভাবে নিট মুনাফা ছিল ৮ কোটি ৮৪ লাখ ৯৮ হাজার টাকা এবং ইপিএস ছিল ১০ পয়সা। অর্ধবার্ষিক অর্থাৎ ৩০ জুন ২০১৯ শেষে ব্যাংকটির সম্মিলিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৮ পয়সা। এর আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ১৫ টাকা ৫৫ পয়সা।