পুঁজিবাজার রিপোর্ট: সাপ্তাহিক ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের আগ্রহ না থাকায় টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স লিমিটেড (বিআইএফসি)। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর কমেছে ৩৪ দশমিক ০৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১০ লাখ ৪১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ লাখ ৮ হাজার ২০০ টাকা।
ডিএসই সূত্রে জানা গেছে, লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফিন্যান্স। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর কমেছে ২৭ দশমিক ২৭ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২১ লাখ ৮৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ লাখ ৩৬ হাজার ৮০০টাকা। আর ফারইস্ট ফিন্যান্স লুজারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর কমেছে ২৩ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩২ লাখ ৯২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা।
এছাড়াও তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২১ দশমিক ৩২ শতাংশ, ইমারেল্ড অয়েলের ২০ দশমিক ৭১ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ২০ দশমিক ৬৮ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ২০ দশমিক ৬২ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২০ শতাংশ, ডেল্টা স্পিনিংয়েল ১৯ দশমিক ৬৭ শতাংশ এবং মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ১৮ দশমিক ৯৭ শতাংশ দাম কমেছে।