রাফিউন ইবনে আবু শাফিঃ নানাভাবে টেনে তোলার চেষ্টা করা হলেও দেশের পুঁজিবাজারকে কিছুতেই গতিশীল করা যাচ্ছেনা।বিএসইসির চেয়ারম্যান সাহেব কিছুই না করে শুধু শুধু বসে আছেন এমনটি মনে হচ্ছেনা।আইপিও ইস্যু নিয়ে তিনি অনেক কাটা ছেড়া করেছেন।অধিকাংশ বিনিয়োগকারী মনে করছেন, যেহেতু এই কমিশন,আইপিও বান্ধব তাই ওনাদের নতুন নতুন সংযোজন বিয়োজন পরিমার্জনের বেশিরভাগ জায়গা জুড়েই থাকে আইপিও ইস্যু।ওই বিনিয়োগকারীরা মনে করছেন, চেয়ারম্যান সাহেব যদি সত্যি সত্যি বাজারের ব্যাপারে আন্তরিক হন তাইলে, টু সিসি আইনের কারনে যাদের হাতে শেয়ার নেই তাদেরকে ধরছেন না কেনো?সক্ষম হওয়ার পরও অর্থাৎ প্রোফিটে থাকার পরও বিনা কারনে যারা ডিভিডেন্ড দেয়নি কিংবা দিচ্ছেনা তাদের শাস্তির আওতায় আনছেন না কেনো?ইস্যু মূল্যের নিচে শেয়ার দর কমে গেলে “বাই ব্যাক” আইনের মাধ্যমে সেই শেয়ার কোম্পানিকে কিনে নিতে বাধ্য করা চেয়ারম্যান সাহেবের জন্য খুবই সহজ কাজ।কেনো তিনি সেটি করছেন না?এক্সপোজার নিয়ে এখনো যেসব জটিলতা আছে অর্থমন্ত্রীকে সাথে নিয়ে সে কাজগুলোর ফয়সালা এখনো তিনি করছেন না কেনো? এই সব কেনোর উত্তর খুব দ্রুতই চান বিনিয়োগকারীরা।শোনা যাচ্ছে কমিশনের লোকজন বলছেন, তারা বাজারের জন্য অনেক কিছু করেছেন আর কি করবেন? বিনিয়োগকারীদের এসব দাবী বাস্তবায়নের জন্য তারা যদি আজই মাঠে নামেন আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি কালই বাজার একেবারেই ঘুরে দাড়াবে।
এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার কিছুটা পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারে লেনদেন। সাথে কমেছে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর। তবে আজ ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৩০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮২৯ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৯৫ কোটি ২৯ লাখ ৬৭ হাজার টাকার। যা গত কার্যদিবস থেকে ৮৬ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৩০৯ কোটি ৬০ লাখ ১৮ হাজার টাকা।
আজ ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২ শতাংশ বা ১১১ টির, কমেছে ৫৭ শতাংশ বা ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১১ শতাংশ বা ৩৮টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৭২৪ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।