পুঁজিবাজার রিপোর্ট: অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে আগের উত্তরই বহাল রাখলো পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমবি ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষ। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা গেছে, গত এপ্রিল থেকে এমবি ফার্মার শেয়ারদরে অস্বাভাবিক উল্লম্ম্ফন শুরু হয়। ওই সময় এর দর ছিল ৩৭৫ টাকা। এরপর এপ্রিল থেকে জুনের মধ্যে শেয়ারটির দর ৬২ শতাংশ বেড়ে ৬০০ টাকা ছাড়ায়। দ্বিতীয় দফায় জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে ৫১৬ টাকা থেকে ৮৭৫ টাকা হয়। ওই দুই সপ্তাহে দর বাড়ে ৭০ শতাংশ। আর এখন তৃতীয় দফায় চলতি নভেম্বরের প্রথম সপ্তাহ শেষে মাত্র ১২ কার্যদিবসেই শেয়ারটির দর ৪৯০ টাকা থেকে বেড়ে ৭২৫ টাকা ছাড়িয়েছে। এই তিন সপ্তাহে শেয়ারটির দর ৪৮ শতাংশ বেড়েছে।
এদিকে, প্রতিবারে কোম্পানিটির এমন শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলছে ডিএসই। তার অংশহিসেবে কারণ জানতে কোম্পানিটিকে নোটিশও দেয়া হয়েছে। আর প্রতি দফার নোটিশের জবাবে কোম্পানিটিও ডিএসইকে জানিয়েছে, শেয়ার দর এভাবে বাড়ার জন্য তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।