পুঁজিবাজার রিপোর্ট: ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য কোন প্রকার লভ্যাংশ ঘোষণা করেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও অবকাশ খাতের কোম্পানি বাংলাদেশ সার্ভিস লিমিটেড (বিডি সার্ভিস)।
ডিএসই সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫.৬৭ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ০.৪২ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমান (এনওসিএফপিএস) ০.৫৩ টাকা।
ঘোষিত নো ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর, ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ ডিসেম্বর।