পুঁজিবাজার ডেস্ক : মংলা-খুলনা রেল লাইনের নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বন্দরের দিগরাজ এলাকায় এ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী দফতরের অতিরিক্ত সচিব সুব্রত রায় মৈত্র, বংলাদেশ রেলওয়ের প্রকল্প পরিচালক মজিবর রহমান, ভারতীয় রেলওয়ের উপদেষ্টা দিবাঞ্জন রায় এবং প্রধানমন্ত্রী দফতরের সহকারী সচিব এ কে সিনহা।
প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩ হাজার কোটি টাকা। যা শেষ হবে আগামী বছর। এমন কথা জানিয়ে হাইকমিশনার বলেন, প্রকল্পটি দুই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি চালু হলে এ এলাকার কর্মসংস্থান বৃদ্ধি পাবে।